হাওজা নিউজ এজেন্সি: এই উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুর পুত্র ইয়ায়ের নেতানিয়াহু টুইটারে ম্যাক্রোঁকে “Screw you” বলে আক্রমণ করেন এবং ফ্রান্সের কর্সিকা ও নিউ ক্যালেডোনিয়ার স্বাধীনতার দাবীও তুলেন। নেতানিয়াহু পুত্রের ভাষা থেকে দূরত্ব রাখলেও তার বক্তব্যের সমর্থন দেন।
জবাবে ম্যাক্রোঁ ইসরাইলের নিরাপত্তা ও ফিলিস্তিনের সার্বভৌমত্ব উভয়কে সমর্থনের পাশাপাশি ইরানের হুমকির বিরোধিতা পুনর্ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিতর্ককে “ম্যাক্রোঁ-নেতানিয়াহু ড্রামা” হিসেবে আলোচনা করা হচ্ছে।
আপনার কমেন্ট